৪০ তম বি সি এস প্রিলি এর জন্য কম্পিউটার বিষয়ের সাজেশন—
১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র
২। আধুনিক কম্পিউটারের জনক কে? – চার্লস ব্যাবেস
৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? – দুই প্রকার
৪। LCD এর পূর্ণনাম কি? – Liquid Crystal Display.
৫। PC অর্থ কী? – Personal Computer.
৬। CPU কী? -Central Processing Unit
৭। 1 KB =কত Byte ?-1024 Byte.
৮। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
৯। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
১০। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom
১১। ভিডিও শেয়ারিং সাইট Youtube এর প্রতিষ্ঠাতা কে?– স্টিভ চ্যাল ও জাভেদ করিম
১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
১৩। বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তী কে?-বিল গেটস
১৪। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
১৫। কম্পিউটারের যন্ত্রাংশকে কি বলে? – হার্ডওয়্যার
১৬। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসরকে
১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System
১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড
১৯। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি
২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে -হার্ডওয়্যার ও সফটওয়্যার
২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ- -চীন
২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004
২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে
২৪। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
২৫। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয়? -১৯৯৬ সালের ৪ জুন
২৭। কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন
২৮। ওয়েব(Web) অর্থ কি?- – জাল
২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট
৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা
৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা
৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute
৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
৩৫। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়
৩৬। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন
৩৭। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়। – পেনড্রাইভ
৩৮। অপারেটিং সিষ্টেম হচ্ছে- -মানুষের মস্তিষ্কের বুদ্ধি
৩৯। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ
৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? – Edit মেনুতে
৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় -ফন্ট ডায়লগ বক্সে
৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার হল – প্রাণ
৪৩। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে–কম
৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়। -বোতামে
৪৫। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? – মাল্টিমিডিয়া
৪৬। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? – গণিতবিদ
৪৭। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন? -১৯৭১ সালে
৪৮। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট
৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড
৫০। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা
৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার
৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান দিকে।
৫৪। সফ্টওয়্যারের অন্তর্ভূক্ত নয় কোনটি? –মনিটর
৫৫। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন
৫৬। ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চুড়ান্ত নির্দেশ হল- -Copy
৫৭। একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? -ডেটাবেজ
৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল
৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার
৬০। BOL কি?- Bangladesh Online Limited.
৬১। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল
৬২। কম্পিউটার গণনার একক কোনটি? –বাইট
৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? –File মেনুতে
৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
৬৬। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
৬৭। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
৬৮। প্রোগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সন্তোষজনক সমাধান
৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ
৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit
৭২। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে
৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরী করেন কে? -ড. স্টিবিজ
৭৪। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস
৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসেসিং প্রোগ্রাম
৭৬। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে
৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড
৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম
৭৯। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? –ম্যাক্রো ভাইরাস
৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট
৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?- সফটওয়্যার
৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড
৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার
৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? – তথ্য বা ডাটা
৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী
৮৬। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের
৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার
৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার
৮৯। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা
৯০। শুরতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত? –গণনার
৯১। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে
৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? –নেটিজেন
৯৩। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত
৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? -ইন্টারনেট
৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? –ডায়ালগ বক্সে।
৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File
৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?- মেনু বারে
৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেনুর প্রয়োজন? –ফাইল মেনুর
৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? -CapsLock
১০০। F1 থেকে F12 পর্যন্ত কী-গুলোকে এক সাথে বলা হয় -ফাংশন কী
১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক
১০২। চন্দ্রাবতী হলো- -বাংলা ফন্টের নাম
১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল
১০৪। ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস
১০৫। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B
১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি
১০৮। WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide Web
১০৯। কার্সর (Cursor) কি? -আলোক রেখা
১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা
১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?- ডিলিট বা ব্যাকস্পেস
১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন
১১৩। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল
১১৪। মাউসকে ঝুলিয়ে ধরলে কিসের মতো দেখায়? – ইদুরের মত
১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? –ফাইল মেনু
১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে- -ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
১১৭। আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
১১৮ কম্পিউটার প্রধানত কয় প্রকার?- ৩
১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি
১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২ প্রকার
১২১। ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?-ওয়ার্ড প্রসেসর
১২৩। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? – Norton
১২৪। সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার
১২৫। ফাংশন কি কোন গুলি?- F1-F12
১২৬। 0-09 পর্যন্ত Key গুলোর নাম কী? – Numeric Key
১২৭। নিচের কোনটি স্পেশাল Key?- Space bar
১২৮। ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমল
১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
১৩০। LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
১৩১। IBM PC প্রথম বাজারে আসে – ১৯৮১ সালে
১৩২। Save কোন মেনুতে রয়েছে?- File
১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি
১৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S
১৩৫। MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert
১৩৬। File অর্থ কি? – নথিপত্র
১৩৭। Data Processing কয় প্রকার?- ৩ প্রকার
১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ্ জ্ ব
১৩৯। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? –ওয়ার্ড প্রসেসিং
১৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে – ১৯৯২ সালে
১৪১। Apple Computer কত সালে বাজারে আসে – ১৯৭৬ সালে
১৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- – File
১৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File
১৪৪। Save অর্থ কি?- সংরক্ষণ করা
১৪৫। Paragraph কোন মেনুতে রয়েছে– Format
১৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
১৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য ব্যবহৃত হয় –Zoom
১৪৮। M.S Excel –এ কতটি রো আছে?-৬৫,৫৩৬টি
১৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি
১৫০। কোনটি কম্পিউটারের কাঁচামাল? -তথ্য।
১৫১। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য
১৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার
১৫৩। সাধারণ ডাটাবেজ হলো–একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
১৫৪। বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কার্টজ
১৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম- – MARK-1
১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?-মাল্টিমিডিয়া
১৫৮। M.S Excel –এ কতটি Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি
১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী
১৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? -৪টি।
১৬১। কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২
১৬২। কিবোর্ডে Windos Key কয়টি? -২
১৬৩। কিবোর্ডে ESC কয়টি? -১
১৬৪। কিবোর্ডে Home Key কয়টি? -১
১৬৫। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২
১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
১৬৮। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট।
১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
১৭০। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
১৭৩। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানের যন্ত্র।
১৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
১৭৫। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
১৭৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? বেসিক প্রোগ্রাম।
১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
১৭৮। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মের? –চতুর্থ প্রজন্মের।
১৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –র্যামে।
১৮২। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল ১৯৭৩।
১৮৩। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? – মাইক্রো কম্পিউটার।
১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-৬৪টি।
১৮৫। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম
১৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- মোজাইক।
১৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর ক্রে
১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১
১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS
১৯০। ২০১০ সালে ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.
১৯১। হোমপেজ কি- -একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।
১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? -জাভা।
১৯৩। ইউপিএস কত প্রকার? -২ প্রকার।
১৯৪। এইচটিএমএল একটি-প্রোগ্রাম
১৯৫। কে এইচটিএমএল ভাষার রূপদান করেন?বার্নাসলী
১৯৬। সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি।
১৯৭। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? -সি
১৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? -ডাটাবেজ
১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট
২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?-ইনপুট ডিভাইস
২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস পদার্থবিদ মার্টিন সাউট
২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
২০৩। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স।
২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?- গুগল প্লাস
২০৫। Quick Heal কী? – এন্টিভাইরাস সফ্টওয়্যার
২০৬। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট
২০৭। Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ
২০৮। Zeus (জিয়ুজ) কী? – কম্পিউটার ভাইরাস।
২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? – নেক্সাস-১
২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি
২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস
২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট
২১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক
২১৪। জুন ২০১২ পর্যন্ত পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।
২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa
২১৬। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রোমের মেমোরি
২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? – ROM
২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম
২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
২২০। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
২২২। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?-গ্রাফিক্স কার্ডে
২২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? -ফ্লাশ ড্রাইভ।
২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? – ১৯ বছর।
২২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
২২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?
হোয়াইট হ্যাট হ্যাকার।
২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমণ করে? -১৯৯৯ সালে।
২৩০। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে? -Microsoft.
২৩১। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং
২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল
২৩৩। Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস।
২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? Mydoom Worm
২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০।
২৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?-ব্লাক হ্যাট হ্যাকার।
২৩৭। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি?- ENIAC
২৩৮। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়?
পেস্নজারিজম।
২৩৯। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রোগ্রাম।
২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? –শহিদ লিপি।
২৪১। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? – ১৯৮৫ সালে।
২৪২। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ
২৪৩। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।
২৪৪। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি? -G
২৪৫। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী? -ন্যাশনাল কীবোর্ড।
২৪৬। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? – নতুন ডকুমেন্ট।
২৪৭। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? -এ্যালটেয়ার ৮৮০০।
২৪৮। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়? – জ ও ঝ
২৪৯। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।
২৫০। ইন্টারনেট কী?
দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)- এর মাধ্যমে আন্ত-সংযোগ করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
২৫১। কম্পিউটার কে আবিস্কার করেন?- হাওয়ার্ড এইকিন।
২৫২। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
২৫৩। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? – UNIVAC
২৫৪। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? – Mark-1
২৫৫। কম্পিউটার শব্দের অর্থ কী? – গণনা করা।
২৫৬। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? – পিডিপি-১
২৫৭। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? – কেনেথ এইচ ওলসেন।
২৫৮। মানব মস্তিষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? -বুদ্ধি বিবেচনা।
২৫৯। পামটম কি? – একধরণের ছোট কম্পিউটার।
২৬০। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? -যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
২৬১। এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? -1024 byte
২৬২। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়? – বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
২৬৩। মাইক্রোসফট কি? -কম্পিউটার সফট্ওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।
২৬৪। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- হাইব্রিড কম্পিউটার
২৬৫। ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃস্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।
২৬৬। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? – ADA
২৬৭। Which one is a graphics software? উঃ Adobe Photoshop.
২৬৮। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ। – প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।
২৬৯। Web Page কি? – সার্ভারে রাখা ফাইল।
২৭০। http এর পূর্ণরূপ কি? – hyper text transfer protocol.
২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়?- কম্পিউটারের।
২৭২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? – I/O
২৭৩। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে?-Control Unit
২৭৪। কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি কি?
তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।
২৭৫। কতসালে বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয়? – ১৯৬৪ সালে।
২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ।- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
২৭৭। কমপিউটারের প্রজন্ম কয়টি?- ৫টি।
২৭৮। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? -আইবিএম-১৬২০ সিরিজ।
২৭৮। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? – ২টি।
২৮০। মাউসের ক্লিক বলতে কী বুঝায়?- মাউসের বাম বোতাম চাপা।
২৮১। সি.পি.ইউ এর অংশ নয় কী?- মেমোরি।
২৮২। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?- ১৯৮১ সালে।
২৮৩। কম্পিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়?- তিন ভাগে।
২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? – ১৭৮৬ সালে।
২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী? – আউটপুট ডিভাইস।
২৮৬। কম্পিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?- দুই ভাগে।
২৮৭। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট কী?- ক্লান্তিহীনতা।
২৮৮। কম্পিউটারের হার্ডওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?- পাঁচ ভাগে।
২৮৯। কম্পিউটারের প্রধান ভাষা কোনটি?- ইংরেজি।
২৯০। কম্পিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে?- ১৯৫১-১৯৫৮ সাল।
২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কম্পিউটারের নাম কী?- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।
২৯২। মাউস কোন ধরনের ডিভাইস?- ইনপুট ডিভাইস।
২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কতভাগে ভাগ করা যায়?- ৩ ভাগে।
২৯৪। কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?- অ্যানালগ কম্পিউটার।
২৯৫। মাউসে কয়টি বাটন থাকে?- ২ টি।
২৯৬। কি কম্পিউটারের বাস নয়?- ভি.ই.এস.এ।
২৯৭। কম্পিউটার কেমন করে কাজ করে?- ইনপুট-সিপিইউ-আউটপুট।
২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে- Central Processing Unit.
২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-?- ১৯৭১।
৩০০। কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে? -ডাটা ইনপুট করা ভুল হয়েছে।
৩০১। ডিজিটাল কম্পিউটার কত প্রকার?- ৪ প্রকার।
৩০২। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল – সুপার কম্পিউটার।
৩০৩। বাংলাদেশে কয়টি সুপার কম্পিউটার রয়েছে?- একটিও নয়।
৩০৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?- মেইনফ্রেম।
৩০৬। মাইক্রো শব্দের অর্থ কী?-ক্ষুদ্র
৩০৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি?- পার্সোনাল কম্পিউটার।
৩০৮। PDA কোন ধরনের কম্পিউটার?- মাইক্রো কম্পিউটার।
৩০৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?- ডিফারেন্স ইঞ্জিন।
৩১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কি?- ইউনিভ্যাক।
৩১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?- অ্যাপল।
৩১২। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?- তিন ধরনের।
৩১৩। কম্পিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি?- প্রোগ্রামিং যন্ত্র।
৩১৪। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি?- ২টি ।
৩১৫। বর্তমান যুগকে কী বলা হয়?- তথ্যপ্রযুক্তির যুগ।
৩১৬। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?- ন্যানো সেকেন্ডে।
৩১৭। ১ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের এক ভাগের কত?- এক হাজার।
৩১৮। ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?- একশত কোটি ভাগের এক ভাগ সময়।
৩১৯। মাইক্রোপ্রসেসরের কাজ কী?- তথ্য প্রক্রিয়াকরণ করা।
৩২০। Hardware বলতে কি বুঝ?- শক্ত সামগ্রী।
৩২১। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?- তিন ভাগে।
৩২২। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতো।- পাঞ্চকার্ড।
৩২৩। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?- কম্পিউটার ইন এ চিপ।
৩২৪। কী-বোর্ডের ঈঃৎষ,অষঃ,ঝযরভঃ কী-গুলোকে কী বলে?- Modifier Key.
৩২৫। কী-বোর্ডে কতগুলো কী থাকে?-১০৪-১১০ টি।
৩২৬। কম্পিউটারের স্পেশাল ডিভাইস কোনটি।- মাদারবোর্ড।
৩২৭। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?- রেজিস্টার অ্যারে।
৩২৮। র্যামের বৈশিষ্ট কি?- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
৩২৯। রেজিস্টার হচ্ছে——- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।
৩৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৩৩১। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন?- ১৯৭০ সালে।
৩৩২। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?- রেজিস্টারে।
৩৩৩। লাইট পেন হল এক ধরনের ——-কী?- ইনপুট ডিভাইস।
৩৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি?- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি
৩৩৫। কমপিউটারের বাস গুলো কী?- কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI.
৩৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?- গাণিতিক ইউনিট।
৩৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?- ALU.
৩৩৮। প্লটার কোন ধরনের যন্ত্র?- আউটপুট ডিভাইস।
৩৩৯। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?- লেজার প্রিন্টার।
৩৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?- ২ ভাগে।
৩৪১। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?- তিন ভাগে।
৩৪২। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?- অ্যাকুমোলেটর রেজিস্টার।
৩৪৩। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে
অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী? – অপারেন্ড।
৩৪৪। মডেম কোন ধরনের যন্ত্র?- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
৩৪৫। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।
৩৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি?- International Business Machine.
৩৪৭। কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?
– এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৩৪৮। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে – পিন ও রিবণের সাহায্যে।
৩৪৯। ইন্টেল কোন দেশের কোম্পানি?- যুক্তরাষ্ট্র।
৩৫০। কোনটি স্টোরেজ ডিভাইস?- হার্ডডিস্ক।
৩৫১। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?- প্রসেসর ও র্যাম।
৩৫২। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?- নভোযান-এ।
৩৫৩। প্লটার কী?- মানচিত্র ও অন্যান্য নকশা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা
পেন এর সাহায্যে প্রিন্ট হয়ে থাকে।
৩৫৪। সফটওয়্যার কী?- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।
৩৫৫। কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়?- মডেম।
৩৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?- MODEM.
৩৫৭। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?- ফিল্ম।
৩৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী?- প্রিন্টারের ভাষা।
৩৫৯। পারসোনাল কম্পিউটার এর কারিগরি নাম কী?- মাইক্রো কম্পিউটার।
৩৬০। ক্লোন কী?- আই.বি.এম পিসির নকল।
৩৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কম্পিউটারের নাম কী ছিল।- আলতেয়ার।
৩৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে?- ১৯৮১ সালে।
৩৬৩। আমাদের দেশে কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়।- ১৯৬২ সালে।
৩৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?- সুপার কম্পিউটার।
৩৬৫। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।- তৃতীয় প্রজন্মের।
৩৬৬। নেটওয়ার্কিং এর সুবিধা কী?- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।
৩৬৭। কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে…….- ALU
৩৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?- ডটিা প্রসেসিং করা।
৩৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?- ১৯৭১ সালে।
৩৭০। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কম্পিউটার?- প্রথম প্রজন্মের।
৩৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?- ১৯৪৮ সালে।
৩৭২। প্রথম গণনা যন্ত্রের নাম কী?- অ্যাবাকাস।
৩৭৩। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?- D Base.
৩৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কম্পিউটারে?- চতুর্থ।
৩৭৫। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট কী?- নির্ভূলতা।
৩৭৬। মাই কম্পিউটার হল ——–- ডকুমেন্টর ফোল্ডার।
৩৭৭। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?- ৪ প্রকার।
৩৭৮। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?- MARK-1
৩৭৯। কম্পিউটার কার্যক্রম করার জন্য কী প্রয়োজন?- Operating System.
৩৮০। সংরক্ষিত প্রোগ্রামের ধারণা দেন কে?- ড.জন ভন নিউম্যান।
৩৮১। কোনটি ফাংশন কী?- F10.
৩৮২। মাইক্রো কমপিউটার হল———– ড্রাইভ ফোল্ডার।
৩৮৩। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?- ২ প্রকার।
৩৮৪। BIOS কী?- একটি ফার্মায়্যার।
৩৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?- I.C.
৩৮৬। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার?- চার প্রকার।
৩৮৬। আই.বি.এম ১৬২০ কম্পিউটারটি কী ধরনের কম্পিউটার?
– মেইনফ্রেম কম্পিউটার।
৩৮৭। কোনটিকে রিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?- মিনিফ্রেম
৩৮৮। কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?- তিনটি।
৩৯০। সফটওয়্যার কত প্রকার?- ২ প্রকার।
৩৯১। কার্যগত দিক থেকে কম্পিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?- ৩ ভাগে।
৩৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল?- ৫১ ফুট লম্বা।
৩৯৩। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী /প্রতিষ্ঠাতার নাম কী? – বিল গেটস।